সেবার তালিকা
০১. উন্নত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগী/ পাখি পালন বিষয়ে পরামর্শ সেবা।
০২.গবাদিপশু ও হাঁস-মুরগীর চিকিৎসা বিষয়ক পরামর্শ সেবা।
০৩. পশু-পাখির রোগ নিয়ন্ত্রনে টিকা, ঔষধসহ অন্যান্য উপকরণ যথাসময়ে সরবরাহ প্রদান নিশ্চিত করা।
০৪. রোগ অনুসন্ধান, নিয়ন্ত্রন এবং প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা।
০৪. গবাদিপশুর জাত উন্নয়নে কৃত্রিম প্রজনন বিষয়ক পরামর্শ সেবা।
০৫. গবাদিপশু এবং হাঁস-মুরগীর খামার, ফিডমিল, হ্যাচারী পশু খাদ্যের দোকান, ফার্মেসীসহ প্রাণিসম্পদ সম্পর্কিত প্রতিষ্ঠানসমূহ পরিদর্শণ ওপরামর্শ প্রদান করা।
০৬. উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণে পরামর্শ সেবা।
০৭. প্রাণিসম্পদের বিভিন্ন লাগসই প্রযুক্তির সম্প্রসারণ এবং পরামর্শ সেবা।
০৮. বানিজ্যিকভাবে গবাদিপশু ও হাঁস-মুরগীর খামার পরিচালনার জন্য নিবন্ধন প্রদান, পশুখাদ্য উৎপাদন,বিপণন বাজারজাতকরণ এবং ফিডমিল স্থাপনে নিবন্ধন প্রদান।
০৯. গবাদিপশু/হাঁস-মুরগীর মাংসের মান নিয়ন্ত্রনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।
১০.মানবসম্পদ উন্নয়নে কৃষক/খামারী প্রশিক্ষণ সেবা।
১১. দুর্যোগকালীন জরুরী সেবা প্রদান।
১২. প্রাণিসম্পদ সম্পর্কিত খামার স্থাপনে ঋণ প্রাপ্তিতে সহায়তা সেবা।
১৩.জনসাধারণের অভিযোগ গ্রহণ এবং নিস্পত্তিকরণ সেবা।
১৪.বিভিন্ন দপ্তরে প্রাণিসম্পদ তথ্যাদি বিণিময়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS